শোক ছুঁয়ে

শোক ছুঁয়ে

বিন্যস্ত আলো যখন ফুরিয়ে আসে
তখন চুপিসারে সন্ধ্যা নামে
বুকের গভীরে জাগে অনন্ত স্বপ্ন
আর সুদীর্ঘ নদীর মতো বয়ে যায় আশা।

কাকজ্যোৎস্নায় ভিজে যাচ্ছে গাছের শরীর
সুদূর প্রান্তরের দিকে তাকিয়ে থাকে
আমাদের যাবতীয় শব্দের ইঙ্গিতময় ইশারাগুলো
যার শোক ছুঁয়ে ঘুমিয়ে পড়ে এই আমাদের পৃথিবী...


মহাজিস মণ্ডল কবি। ছোট বড় পত্রিকায় নিয়মিত লিখছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করেন।

menu
menu