অন্ধকার দিনের গান

অন্ধকার দিনের গান
রাজু অনার্য

অর্পিতা, এ আঁধার কাটবেই একদিন, জানি।

দৃষ্টির প্রান্তসীমা দীর্ঘ ত্রাণ প্রত্যাশীর সারি ভেঙে
কিউয়ের শেষ নারীটিও হাসিমুখে ফিরে যাবে ঘরে। 
উঠোনে ছড়ানো ভাতের লোভে ঝগড়াতুর শালিকেরা 
নৈঃশব্দ্য তাড়াবে নিরন্নের গৃহে; সশব্দ চিৎকারে।
রাত্রির আঁধার গলে হাভাতের হাড়িতে চড়বে বখিলের চাল।
হাটুরে ধামায় ফিরবে শিশুর খুশি; দিনের অপেক্ষা শেষে।

আমি জানি, এ আঁধার কাটবেই একদিন।
রিকসার টুং টাং শব্দে মুখরিত নগর একদিন ফিরবেই।
গলির দোকানে পত্রিকা পাঠকের তন্ময়তা ভাঙবে
চায়ের কাপে চামচের শব্দ। নিদাঘ দিনে
গাছের ছায়ায় বিশ্রামের সুরে বেজে উঠবেই
অন্ধ ভিক্ষুকের মরমি গান; মন্দিরার শব্দ-তালে।
গৃহত্যাগী জ্যোৎস্নার মতো নরম রোদ গা’য় মেখে ক্লান্ত কবি
কবিতা বিলাবে তার প্রেমিকার তরে।

আমি জানি এ আঁধার কাটবেই একদিন।
শাড়ির আঁচলে ঘাম মোছা গৃহস্থ শ্রম শেষে
তোমার দুপুর ঘুম ভাঙাবে ঘুঘুর মথিত চিৎকার 
হিজলের শাখায়, লাল রঙা ফুলের সৌরভে।
দুঃখ-ব্যথা, জঞ্জাল ধুয়ে অকালের বৃষ্টি শেষে
তীব্র রোদে ভেসে যাবে তোমার-আমার : আমাদের পৃথিবী।
সব পাখি একযোগে গাইবে গান। 
বুকে ফোটা ফুলের সবটুকু সৌরভ মেখে আবার 
ফিরবে ভোমরার গুঞ্জন; তোমার জানালায়।  

অর্পিতা, এ আঁধার কাটবেই একদিন, জানি।
তোমার বিছানায় জ্যোৎস্নার হুটোপুটিতে একদিন ফিরবেই
আমার প্রেম; আমাদের ভালোবাসা। 

ঢাকা

menu
menu